সৌরভ কুমার,মোল্লাহাট,প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে হাড়িদাহ রুপা চৌধুরী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় হাড়িদাহ রুপা চৌধুরী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান পালন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা রঞ্জন হালদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামরুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক খাঁন জাহিদুল ইসলাম তুষার, শেখ মুরসালিন, মো. হাসিবুর রহমানসহ শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।