আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে ২ কেজি গাঁজাসহ মোঃ হায়াত আলী মোল্লা (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে মোল্লাহাট থানাধীন গাড়ফা গ্রামের আহলে হাদিস মসজিদের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত হায়াত আলী মোল্লা চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের মৃত আবু সাঈদ মোল্লার ছেলে।
এঘটনায় তার বিরুদ্ধে মোল্লাহাট থানার মামলা নং-০১ তারিখ-০১ মে, ২০২৪; ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৯(ক) রুজু হয়েছে। উক্ত মামলায় হায়াত আলী মোল্লাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম জানান, মাদকবিরোধী অভিযাণ চলছে এবং চলবে। মাদক কারবারি ও সেবনকারীদের যেকোন প্রকারে আইনের আওতায় আনা হবে।