আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালন ও ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ মোরশেক আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ শাহাবুল প্রমূখ।