আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা পরিষদ নির্বাচনে স্বার্থক প্রার্থী হিসাবে এবং জয়ী হতে ভোট চেয়ে ব্যাস্ত সময় পার করছে সকল প্রার্থীরা।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ মহিলা ভাইস চেয়াম্যান পদ প্রার্থী হিসাবে তিন জনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে শারমিন আক্তার।
প্রতীক হাতে পেয়েই প্রচন্ড গরমকে উপেক্ষা করে তিনি এবং তাঁর সমর্থকরা ভোট চাওয়ার কাজে সমস্থ মাঠ চষে বেড়াতে দেখা গেছে ।
গ্রাম , হাট বাজার , দোকান ও বাড়িতে বাড়িতে সকলের কাছে দোয়া এবং ভোটারদের কাছে দোয়া ও ভোট চাচ্ছেন শারমিন আক্তার ও সমর্থকরা এবং সাথে থাকছে নানান প্রতিশ্রুতি ।
বুধবার বিকালে ফুটবল প্রতীকের বিশাল এক মটর সাইকেল বহর নিয়ে বের হয় শারমিন ও তাঁর সমর্থকরা ।
এ সময় তাঁরা উপজেলার কচুড়িয়া , আড়ুয়াডিহি , কোদালিয়া , দত্তডাঙ্গা, পদ্মডাঙ্গা ও সরশপুরের বাজারে ফুটবল মার্কা প্রতীকে জন্য ভোট এবং দোয়া চাচ্ছে সকলের কাছে।