আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশু সহ জন আহত হয়েছে। উপজেলার উদয়পুর উত্তরকান্দি গ্রামে গত শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত ৫ জনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সুত্রে প্রকাশ,
উদয়পুর গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের সাথে তার আপন চাচাতো ভাই আকরাম বিশ্বাসের এক খন্ড মাঠের ফসলী জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। আহতরা হলেন, সেলিনা বেগম (৭০), আকরাম বিশ্বাস (৫৫), আবদুল্লাহ (১৪), আম্বিয়া বেগম (৪৫) ও মোঃ মিজানুর রহমান বিশ্বাস (৫০)।
এঘটনায় উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।