এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
৮ ডিসেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ বর্ণাঢ্য আয়োজনে মুক্ত দিবস পালিত ।
১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী ও রাজাকাররা স্থানীয় মুক্তিযোদ্ধাদের ত্রিমুখী আক্রমনে ঠিকতে না পেরে অবশেষে তারা পশ্চিমে নেত্রকোনার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। আর এই দিনই পাক হানাদার মুক্ত হয়েছিল মোহনগঞ্জ উপজেলাসহ আশপাশের পুরো এলাকা।
তখন থেকেই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনতার অংশ গ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালন করে আসছে।
এরই ধারা বাহিকতায় এবারও দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বৃৃহস্পতিবার দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হল রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। পরে বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
র্যালীতে ্অংশ গ্রহণ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহম্মেদ আকুঞ্জি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মো. শহীদ ইকবাল, পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সভাপতি লতিফুর রহমান রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্ণিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়েজ রহমান প্লাবন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক সিহাব উদ্দিন খান প্রমূখ।