শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।।
সাতক্ষীরা জেলায় সর্বপ্রথম,(১৪১)টি প্রতিমার সমন্বয়ে মধ্য দিয়ে,শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে যাচ্ছে, কালিগঞ্জ থানার মৌতলা ইউনিয়নের পরমানন্দকাটি সার্বজনীন মন্দির। মন্দির কমিটির সাধারণ সম্পাদক, গণেশ চন্দ্র ভাইয়া, সাংবাদিকদের জানান, যে তাদের ৫১তম সর্বজনীন পূজা উৎসবে,এ বছর থাকছে ১৪১টি প্রতিমা, ২৫ টি স্টলে, ৬ জন মিত্র-শিল্পির তাদের দিনরাত, অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে,প্রতিমা তৈরীর কাজ করছে, পরমানন্দকাটি মন্দিরকেন্দ্রিক ১২০ সনাতন ধর্মঅবলম্বী বসবাস করে, তাদের সকলের সহযোগিতার মধ্য শারদীয় দুর্গাপূজার ও মন্দিরের কার্যক্রম চলছে,
সার্বিক ব্যবস্থাপনায় আছেন প্রশান্ত সাহা সিনিয়র সহ-সভাপতি, বাবু চিত্তরঞ্জন পাল সহ-সভাপতি, বাবুর শক্তিপদ সরকার সহ-সভাপতি, বাবু শিবব্রত ভাইয়া সহ-সভাপতি, বাবু ইন্দ্রজিৎ কর্মকার সহ-সাধারণ সম্পাদক, বাবু সাধন সরকার সহ-সাধারণ সম্পাদক, শ্রীকৃষ্ণ কর্মকার সাংগঠনিক সম্পাদক, বাবু সমরেশ মোদক সহ সাংগঠনিক সম্পাদক, বাবু প্রহাদ সাহা দপ্তর ও অফিস সম্পাদক, বাবু চন্ডীচরণ ভাইয়া প্রচার সম্পাদক, বাবু শুভঙ্কর কর্মকার ধর্ম বিষয়ক সম্পাদক, বাবু কার্তিক সাহা ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক। এ বছর (মা)গজ চড়ে ধরণীতে আসবেন, আর ফিরবেন নৌকায়, আগামী পহেলা অক্টোবর শনিবার ষষ্ঠী পূজার মাধ্যমে সর্বজনীন দূর্গা উৎসব শুরু হবে, মহা নবমীতে অন্নভোগের ব্যবস্থা আছে দুপুর ১.০০টা হইতে বিকাল ৫.০০টা পর্যন্ত, এবং ৬ তারিখ বৃহস্পতিবার বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।