আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি মধু পল্লীতে হয়ে গেল দিনব্যাপী মধুসূদন স্মরণ সমাবেশ।
শুক্রবার (০৪ আগষ্ট) সকাল ১০ টায়
সাগরদাড়ি মধুসূদন একাডেমী আয়োজিত ও কেশবপুর শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষককতায় মধুসূদন একাডেমি মিউজিয়ামে মধুসূদন স্বরণ সমাবেশে মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর দেড়শ শত বছর পূর্তি উপলক্ষে মধুসূদন একাডেমী পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে মধুসূদন স্মারক বক্তৃতা, আলোচনা, কবিতা পাঠ, মধু গীতি পরিবেশন ,ও মধুসূদন একাডেমী পুরস্কার প্রদান করা হয়। প্রথম পর্বে মধুসূদন স্মরণ সমাবেশ শুভ উদ্বোধন করেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, মধুসূদন একাডেমী এর সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও উজ্জ্বল ব্যানার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন মধুসূদন স্মরণ সমাবেশে মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি গবেষক ও কথাসাহিত্যিক হোসেনউদ্দিন হোসেন, আলোচনা করেন বিশ্ব কবি ও কথা সাহিত্যিক চঞ্চল শাহরিয়ার স্বাগত বক্তব্য রাখেন মধুসূদন একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক খসরু পারভেজ প্রকাশক মারুফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মধুসূদন একাডেমী পুরস্কার প্রদান গ্রহণ করেন ভারতের বিশিষ্ট কথা সাহিত্যিক সমীরণ দাস মধুসূদন একাডেমী সম্মাননা পদক প্রদান করা হয় কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কানাই সেন ও প্রকাশক মারুফ হোসেন কে এছাড়া অনুষ্ঠানে সকল অতিথিকে মধুসূদন স্মরণ সমাবেশের শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
দুপুরের মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় পর্বে মধুসূদন কে নিবেদিত স্বরচিত কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন সাতক্ষীরা কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির, রিয়াজ লিটনের সঞ্চালনায় আলোচক ছিলেন কবি সৌহার্দ্য সিরাজসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সাতক্ষীরা যশোর কেশবপুর ৩০ জন কবি তাদের কবিতা পাঠ করেন। পরে মধুগীতি পরিবেশন করেন মধুসূদন একাডেমীর শিল্পীরা। অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের কবি সাহিত্যিক শিল্পীরা উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।