আজহারুল ইসলাম সাদী,স্টাফ রিপোর্টার:
যশোরের বাগআঁচড়ায় সাংবাদিকদের নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে)বেলা ১১টার দিকে বাগআঁচড়া আঁখি টাওয়ারের তৃতীয় তলায় সাংবাদিক ইন্তাজুর রহমান মুকুলের সভাপতিত্বে ও
সাংবাদিক আবু সাঈদের পরিচালনায় এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রানার আরিফুজ্জামান আরিফ।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক যশোরের শহিদুল ইসলাম, দৈনিক কল্যানের সেলিম আহম্মেদ, দৈনিক নওয়াপাড়ার জয়নাল আবেদীন, দৈনিক প্রথম সকালের মফিজুর রহমান মিনু, গ্রামের সংবাদের খলিলুর রহমান, বার্তা কন্ঠের সেলিম হোসেন আশা, দৈনিক গনমুক্তির আলী মোর্তজা সবুজ, দৈনিক মুক্তালোকের স্টাফ রিপোর্টার এস এম আব্দুল্লাহ, গ্রামের সংবাদের শিমুল হোসেন, সাপ্তাহিক স্মৃতির রায়হান রাব্বি প্রমুখ।