উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
উন্নয়ন সংস্থা “রূপান্তর”এর আয়োজনে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সক্রিয় কর্মী (সিটিআইপি) দল গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আশ্বাস প্রকল্পের আওতায় যশোর জেলায়, জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধে (সিটিআইপি) এ্যাকটিভিস্ট ফরমেশন এবং ওরিয়েন্টেশন ১৪ নভেম্বর ২০২৪ তারিখ বৃহস্পতিবার বাঁচতে শেখা প্রশিক্ষণ কক্ষে সকাল ১০টায় যশোরে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই ওরিয়েন্টেশনে রূপান্তর আশ্বাস প্রকল্পের ক্লাস্টার -০২ এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যশোর এডাফট কমিটির সহ-সভাপতি শাজাহান নান্নু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, রাইটস যশোরের সোশ্যাল মবিলাইজার কর্মকর্তা বজলুর রহমান বাবলু। প্রোগ্রাম বাস্তবায়নে সার্বিকভাবে দায়িত্ব পালন করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল। আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার পাল এর সঞ্চলনায় উক্ত (সিটিআইপি) এক্টিভিস্ট গঠন সভায় প্রকল্পের কার্যক্রম ও মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের এবং তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া মানব পাচার প্রতিরোধে সিটিপ এ্যাকটিভিস্টদের অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের শিকার সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, জনসচেতনতা সৃষ্টিতে সারভাইভারদের সুরক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা, মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারন ও অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” এবং “আগুন পাখি” ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। উল্লেখ্য: আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।