যশোর শহরের মনিহার বাস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটিতে কোন যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটোনি। তবে আগুনে পুড়ে বাসটি প্রায় ভস্মীভূত হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শ্রমিক নেতাদের অভিযোগ, বিএনপি- জামায়াতের ঘোষিত হরতাল অবরোধের প্রভাব যশোরে না পড়ায় এবং কোন বিশৃঙ্খলা করতে না পারায় বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে বাসে আগুন দিয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ হারুনার রশিদ ফুলু বলেন, আমরা শ্রমিক নেতারা মনিহারের পাশেই অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ দেখি বাসে আগুন। এ বাসটি বিআরটিসির একটি বাস। আজ সন্ধ্যায় বাসটি ডিপো থেকে এসে কাউন্টারের সামনে অবস্থান করছিল। এটি আগামীকাল সকাল ৭টায় ভোলা চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।
তিনি বলেন, গত তিনদিন ধরে দেশে বিএনপি জামায়েত ডাকা হরতাল অবরোধে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুনসহ নাশকতা চলছে। তবে যশোরের প্রশাসন কঠোর হওয়ায় যশোরে কোম নাশকতার সুযোগ পায়নি সন্ত্রাসীরা। হরতাল অবরোধের মধ্যে যশোরে আন্তঃজেলা বাস চলেছে। যশোরে বিএনপি জামায়াতের দুষ্কৃতকারীরা কোন অপকর্ম না করতে পেরে এই বাসে আগুন দিয়েছে বলে আমাদের ধারণা। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি একইসাথে জড়িতদের বিচারের দাবি করছি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, বাসে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখানে পুলিশের একাধিক টিম তদন্ত করছে। ঘটনাটি সন্দেহজনক। এখনো কিছু জানা যায়নি। পরবর্তীতে জানানো হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।