প্রশান্ত বিশ্বাস,যশোর প্রতিনিধিঃ
মাগুরা মহাসড়কে ভায়না মোড় এলাকায় সোমবার রাতে ৮ টার দিকে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী পিষ্ট হয়ে মাগুরা সদর উপজেলা উপসহকারী প্রকৌশল শরিফুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।
নিহত শরিফুল ইসলাম মাগুরা সদর উপজেলা নরসিংহাটী গ্রামের হাবিবুর রহমানের পুত্র। তিনি ভায়নার চোপদার পাড়ায় নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আজ সোমবার রাতে ৮ টার দিকে মাগুরা সদর উপজেলা উপসহকারী প্রকৌশল শরিফুল মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি চোপদায় পাড়ায় ফিরছিলেন।
এসময় মহাসড়কে মাগুরা ভায়না মোড়ে পৌছালে ঝিনাইদহ থেকে আসা একটি পন্যবাহী ট্রাক তাকে চাপা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানে শরিফুল ইসলাম নিহত হয়।ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলে ও ঘাতক ট্রাক টি আটক করা হয়েছে।