কামরুজ্জামান শিমুল,বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ বাগেরহাট জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলার সকল উপজেলা ও পৌর থেকে পরিষদের সদস্যগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। শুক্রবার (২০ জানুয়ারি) জেলা শহরের এসি লাহা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদরুল আলম দুলাল। দিনব্যাপী অনুষ্ঠিত দ্বি- বার্ষিক সম্মেলনে গঙ্গা রানীকে সভাপতি এবং ব্রজেন্দ্রনাথ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা কমিটির গঠন করা হয়। তবে কমিটি ঘোষণা করার পরপরই সম্মেলনে অংশগ্রহণ করা অধিকাংশ সদস্য সম্মেলন স্থলের বাইরে বের হয়ে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে স্লোগান দিতে শুরু করে। কমিটি গঠনে অনিয়ম হয়েছে বলেও তারা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মিস পায়েল (রেনু), খুলনা জেলার সভাপতি অজয় সরকার প্রমূখ
এ বিষয়ে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক এবং বাগেরহাট জেলা শাখার সভাপতি প্রার্থী পারুল আক্তার বলেন, আমি দীর্ঘ জীবন থেকে যাত্রাশিল্পের সাথে জড়িত। দেশের স্বনামধন্য সুন্দরবন অপেরার সত্বাধিকারী। আজকের সম্মেলনে সভাপতি পদে আমার পক্ষে জনমত বেশি ছিল। উপস্থিত নেতৃবৃন্দ সেদিকে কর্ণপাত না করে অন্য একজনকে সভাপতি হিসেবে ঘোষণা দিয়েছে। অনিয়মের অভিযোগ এনে আমি এই কমিটি প্রত্যাখ্যান করছি।
বাগেরহাটের রামপাল উপজেলা থেকে আগত প্রফুল্ল চন্দ্র রায় (পি সি রায়) বলেন, অবহেলিত যাত্রা শিল্পকে বাঁচাতে এবং এই শিল্পের সদস্যদের জীবন-মান উন্নয়নের জন্য জেলায় জেলায় সুসংগঠিত কমিটি প্রয়োজন। অনেক কিছু আশা করেছিলাম আজকের সম্মেলনকে ঘিরে। কিন্তু কেন্দ্রীয় কমিটি আমাদের হতাশ করেছে। তারা অনেক কিছু দেখেও না দেখার ভান করেছে।
এ বিষয়ে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদরুল আলম দুলাল এ প্রতিবেদককে জানান, উভয় পক্ষের সাথে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। তাদের মতামতের গুরুত্ব দিয়ে জনসমর্থনে যার পক্ষে বেশি রায় পেয়েছি তাকেই আগামী কমিটিতে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী ছিল না। এখানে কোন অনিয়ম হয়নি। আশা করছি এই শিল্পকে বাঁচাতে সকলে এক হয়ে একসাথে কাজ করবেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।