এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ফেসবুকের মাধ্যমে জানতে পারেন বোয়ালখালী কালুরঘাট ফেরিরতে আজ ২৯ জুন শনিবার পারাপার করা যাত্রীদের জনপ্রতি পাঁচ টাকা হারে টোল আদায় করা হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়,রেল মন্ত্রনালয়ের উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে পাঁচ টাকা হারে টোল আদায় বন্ধ করেছেন বলে তিনি ফেসবুকে লাইভে শিয়ার করেছেন।
আজ (২৯ জুন) শনিবার সকাল থেকে ফেরি পারাপার যাত্রীদের থেকে ৫ টাকা নেয়ার অভিযোগ উঠে। এ সময় সওজ কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। তাৎক্ষণিক সওজের প্রতিনিধি ফেরিঘাটে পাঠিয়েছেন বলে জানিয়েছেন সওজ কর্তৃপক্ষ। আরেফিন জুয়েল নামের এক সাংবাদিক বলেন, সওজের একটি প্রতিনিধি দল ফেরিঘাটে আসেন। ফেরি কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন। এখন আর ফেরি পারাপার যাত্রীদের থেকে কোন প্রকার টাকা দাবি করছে না ফেরিঘাটে থাকা কর্মচারিরা।
সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোছলেহ বলেন, আমাদের একটি প্রতিনিধি টিম ফেরিঘাটে গেছে এবং টাকা আদায় বন্ধ করে দেয়া হয়েছে। পারাপারকৃত কোন যাত্রী যাতে টাকা না দেয় সে জন্য ফেরিঘাটে একটা সাইনবোর্ডও তুলে দেয়া হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।