সোলাইমান,হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে চাচাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভাতিজা কে ৩৪ বছর পর রাঙ্গামাটি থেকে গ্রেপ্তার করেছে
র্যাব। গ্রেপ্তারকৃত বশির আহমেদ ( ৫৫) উপজেলার চারিয়া এলাকায় নুর আহামেদের
ছেলে। নিহত মকবুল হোসেন সম্পর্কে বশিরের আপন চাচা ছিলেন। বৃহস্পতিবার রাত তিনটার
দিকে বশিরকে রাঙ্গামাটি সদরের মুসলিম পাড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর র্যাব তাকে হাটহাজারী মডেল থানার হস্তান্তর করে।
র্যাব জানায় সম্প্রত্তি নিয়ে বিরোধের জেরে
১৯৮৯ সালের ১৩ ফেব্রুয়ারি বশির ও তার সহযোগী মকবুলকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে
নিহতের স্ত্রী বাদী হয়ে প্রধান আসামি বশির আহমেদ এবং ৭-৮ জনকে আসামি করে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। এ মামলার
১৯৯২ সালের ১৯ নভেম্বর পলাতক বশিরকে যাবজ্জীবন কারাদণ্ডসাজা প্রদান করে বিজ্ঞ আদালত। হাটহাজারী মডেল থানা ওসি মোহাম্মদ রুহুল আমিন সবুজ জানান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শুক্রবার সকাল বশিরকে আদালতে প্রেরণ কারা হয়েছে।