গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সীগঞ্জ কর্তৃক নিবন্ধন পেলেন মুন্সীগঞ্জের অন্যতম যুব সংগঠন যুবধ্বনি সমাজকল্যাণ সংঘ। জেলাব্যপী যুবকদের সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের দীর্ঘ পথ চলার স্বীকৃতি স্বরুপ সংগঠনটিকে এই নিবন্ধন প্রদান করা হয়। যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০১৫ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমাল, ২০১৭ মোতাবেক যুবধ্বনি সমাজকল্যাণ সংঘকে এই নিবন্ধন প্রদান করা হয়। যার নিবন্ধন নং-যুউঅ/মুন্সী/সদর/৪৭ এবং সনদ পত্রের সিরিয়াল নম্বরঃ ০৫৫৪৮।
বুধবার দুপুর ২ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সীগঞ্জ কার্যালয়ে সংগঠনের সভাপতি জিতু রায়ের হাতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মরিয়ম আক্তার এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
এ সময় আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আফাজউদ্দিন, উচ্চমান সহকারী মো. দেলোয়ার হোসেন, যুবধ্বনি সমাজকল্যাণ সংঘের সহ-সভাপতি মো. রাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান সাদ, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক প্রমিত দাস দীপ্ত।