সুদর্শন চক্রবর্ত্তী,নিজস্ব প্রতিবেদক:
রংপুর বিভাগের লালমনিরহাট জেলার সদরের খামার গোবিন্দরাম কালী ও দুর্গা মন্দিরে আজ (১২ মে) শুক্রবার সকাল ১০ ঘটিকায় সনাতন মৈত্রী সংঘ বাংলাদেশ দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটির অনুমোদন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভাগবত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার পরিচালক (পরিদর্শন) মধুসূদন বনিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হৃদয় রঞ্জন রায়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সনাতন মৈত্রী সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুমন প্রসাদ শৰ্মা। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন কমলেশ্বর রায় ও ইতি রানী রায়। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অংশুমান গোস্বামী, নাথ সোমা শর্মা চক্রবর্তী।
বিশেষ অতিথিবৃন্দ ছিলেন প্রশান্ত পাল, গোবিন্দ চক্রবর্তী, প্রসেনজিৎ বিশ্বাস, অ্যাড. উৎপল ধর, শৈলেন্দ্র কুমার রায়, হীরালাল রায়, সুশান্ত কুমার সরকার, নিশী কান্ত রায়, সুদান চন্দ্র রায়, দুলাল বনিক, মহিমা রঞ্জন রায়, বিশ্বজিৎ মোহন্ত, নরেশ চন্দ্র রায় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সনাতন মৈত্রী সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। এছাড়া এই সংগঠনটি মানুষের ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে। পিছিয়ে পড়া মানুষের জন্য এক আশীর্বাদ স্বরূপ। মোবাইল ফোনের মাধ্যমে ধর্মীয় প্রচারনা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্য ধর্মীয় চর্চা ছাড়া বিকল্প কিছুই নেই।