মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,চট্টগ্রামঃ
শনিবার ৯ ডিসেম্বর ২০২২ ইং রোজ শুক্রবার বেলা ২ টা থেকে হাটহাজারী আল জামান রেস্টুরেন্টে রক্তবন্ধু ফোরাম চট্টগ্রাম এর প্রথম বর্ষফুর্তি উপলক্ষ্যে সেচ্ছাসেবী মিলনমেলা-২০২২ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে রক্তবন্ধু ফোরাম চট্টগ্রাম এর পরিচালক মোহাম্মদ রহিম বাদশা'র সভাপতিত্বে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ১ টাকার বস্ত্র সংগঠন এর সন্মানিত পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং উত্তর মাদ্রাসা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শাহেদুল আলম শাহেদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর পরিচালক মানবিক পুলিশ শওকত হোসেন পিপিএম।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নগরতারা ফাউন্ডেশন এর উপদেষ্টা ও খাতুনগঞ্জ সাধারণ আড়তদার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সংবর্ধিত অতিথি ছিলেন মুসাইদাহ ফাউন্ডেশন এর পরিচালক লায়ন আবু হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম (উত্তর) মহানগর এর মহিলা সম্পাদিকা বিশিষ্ট কবি বিবি ফাতেমা। মা'আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা র পরিচালক সাংবাদিক মোহাম্মদ আল আজাদ,হাটহাজারী সংবাদ এর সম্পাদক আবদুল্লাহ আল- মামুন, সি প্লাস টিভি হাটহাজারী প্রতিনিধি মোহাম্মদ শুয়েব, বাংলাদেশ মানবাধিকার কমিশন হাটহাজারী পৌরসভার সভাপতি মাওলানা আবদুল আজিজ সব প্রমুখ।উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেনবরক্ত বন্ধু ফোরাম চট্টগ্রাম এর সদস্য মোঃ হাবিবউল্লাহ, মোহাম্মদ ইমন,মোঃ সাকিব বুইয়ান, আবদুর রহমান রাফি, সৈয়দ মাকসুদা, মারজানা আনিকা,হুমাইরা ইসলাম, ফারিয়া সুলতানা, জান্নাতুল ইভান, এস কে ইয়াছিন,,মেহেরুননেছা,ওয়াসিম রানা। ঝমকালো কর্মসূচীর মধ্য দিয়ে দুই শতাধিক মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপিং,শীতবস্ত্র বিতরণ,হাফেজদের কুরআন শরীফ উপহার সহ ভোজন বিলাসের মাধ্যমে অনুষ্ঠান উদযাপিত হয়।এছাড়া সম্মানিত অতিথিদের সংবর্ধবা ও বিভিন্ন মানবিক সংগঠন কে সম্মাননা প্রদান করা হয়।এতে সম্মাননা প্রাপ্ত সংগঠন হলো নগরতারা ফাউন্ডেশন , ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরাম কর্ণফুলী, কর্ণফুলী উপজেলা ব্লাড ব্যাংক, কল ফর হিউমিনিটি অব বাংলাদেশ,
নব তরুণ ব্লাড ব্যাংক,হাফেজ জিন্নাহ ব্লাড ডোনাস,রক্তের বন্ধনে আমরা,হলদিয়া তরুণ ব্লাড ডোনার্স,স্বপ্নময় মানব কল্যানমুখী সংগঠন, চট্টগ্রাম লাল ভালোবাসা ব্লাড ডোনার"স সোসাইটি (CLVBDS),সাতকানিয়া পৌরসভা ব্লাড ডোনাস সোসাইটি Alo Poor Foundation and Blood Donation, রক্তকণিকা ব্লাড ব্যাংক,পটিয়া ব্লাড ডোনেট ক্লাব,লোহাগাড়া তরুণ প্রজন্মের দল, আলোকিত বটতলী
Life Saver blood donation, রাউজান ব্লাড ডোনাস,জাফত নগর ব্লাড ডোনার্স,কর্ণফুলী নারী সংগঠন,
পতেঙ্গা ব্লাড ব্যাংক,গাউছিয়া ব্লাড ডোনাস সহ প্রমুখ।সবশেষে রক্তবন্ধু ফোরাম চট্টগ্রাম এর সভাপতি রহিম বাদশা'র সমাপনি বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।