মোহাম্মদ আবু সাইদ আবদুল্লাহ সোহান, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার, কুলাউড়া উপজেলার রবির বাজার খাঁন শপিং সিটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জানা যায় কে বা কাহারা গত ১৬ নভেম্বর রাত আনুমানিক ৩ ঘটিকায় সময় মার্কেটের ভিতরে প্রবেশ করে মার্কেটের খালি জায়গায় আগুন লাগিয়ে দেয়,মার্কেটের নাইট গার্ড কে সেই সময় বাথরুমে অবরুদ্ধ করে রাখা হয়।
পরে নাইট গার্ডের চিৎকার শুনে আশেপাশের নাইটগার্ড রা তাকে উদ্ধার করে এবং আগুন নিভান।
তবে কেউ হতাহত বা কোন দোকানের ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয় খাঁন শপিং সিটির স্বত্বাধিকারী বেলাল খান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে জানা যায় তিনি বর্তমানে যুক্তরাজ্য অবস্থান করছেন, তিনি মুঠোফোনে আমাদের জানান যে অগ্নিসংযোগের পরেই নাইট গার্ড ফোনে বিষয়টি আমাকে জানায়,তিনি আরো জানান পূর্বেও তার ওপর এবং তার প্রতিষ্ঠান এর উপর এরকম হামলা হয়েছে,কে বা কাহারা এ ধরনের হামলা করেছে বা হামলার সাথে জড়িত তিনি জানেন না,তবে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তিনি তার জান মালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেন। এ বিষয় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এধরণের কোন অভিযোগ তিনি এখনো পাননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তিনি ব্যবস্থা নিবেন।