আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় পুলিশের পক্ষ থেকে বিভিন্ন বাজার মনিটরিং করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান শনিবার (২৩ মার্চ) দিন ব্যাপী সালথা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন তিনি। এসময় তিনি উপস্থিত থেকে ক্রেতা ও বিক্রতাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করেন।
সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ব্যবসায়ীদের প্রকাশ্যে মূল্য তালিকা টানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও স্বল্প মুনাফায় ভেজাল মুক্ত পণ্য বিক্রি ও খাদ্য পণ্যের সাথে দাহ্য পদার্থ না রাখার পরামর্শ প্রদান করা হয়েছে । চলমান পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সালথা থানা পুলিশ কর্তৃক নিত্য পণ্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।