মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধি:
রাউজানের অন্য তম দ্বীনি ও সেবা মূলক সংগঠন রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন এর অস্থায়ী কার্যলায় শুভ উদ্বোধন করা হয়েছে।
এই উপলক্ষে ১৮ ই অক্টোবর শুক্রবার দুপুর দুই ঘটিকায় রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার সংলগ্ন মার্কেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর উপস্থিতি ওনার দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে ইসলামী নব জাগরণ সংগঠন এর অস্থায়ী কার্যলায় শুভ উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি মানবতার সেবায় ইসলামী নব জাগরণ সংগঠন এর ব্যাবস্থাপনায় রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে বিনা মূল্যে রক্তের গ্রুফ নির্ণয় কর্মসূচী করা হয় উক্ত কর্মসূচী টা পরিচালনা করেন ওবাইদিয়া জমীরি ব্লাড ডোনার্স।
এছাড়াও পরিদর্শনে এসে দোয়া করলেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহা পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাশেমী, শাইখুল হাদীস আল্লামা শেখ আহমদ সাহেব, ডক্টর নুরুল আবছার আযহারী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, উপদেষ্টা মাওলানা আবদুর রউফ, মাওলানা কে এম আলমগীর মাসউদ আরবনগরী,
মাওলানা জুবায়ের বাবুনগরী,জানাব হাশেম চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মঈনুদ্দীন, মুহাম্মদ আরিফ উদ্দিন, হাফেজ জাকের,ওসমান খলিলাবাদী, মহিউদ্দিন,জমির উদ্দীন মাওলানা আতাউল্লাহ, আতিক উল্লাহ চৌধুরী প্রমুখ।