মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৬৯ তম জন্মদিন উপলক্ষ্যে ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের আওতাধীন ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের উন্নতমানের খাবার বিতরণ, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে। ৬ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা যুবলীগের সহ সম্পাদক আজিজ উদ্দিন ইমু ও ইউপি প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, ইউপি সদস্য বাবু প্রবেশ বড়ুয়া, দিলীপ দে, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুল জাকারিয়া রাসেল, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম মাসুদুল আলম, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি খোরশেদ আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। খাবার বিতরণ ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। পরে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।