মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,রাউজান চট্টগ্রামঃ
রাউজান পৌরসভায় জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ে সেবা প্রদান, অভিযোগ গ্রহণ ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন ও বহুমাত্রিক সেবা কার্যক্রম কর্মসূচি উদ্বোধন হয়েছে । ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় পৌর মেয়র বলেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পির নির্দেশনায় রাউজান পৌরসভার সেবা কার্যক্রম জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি। সারাদিন ব্যাপী পৌরসভার ০৮নং ওয়ার্ডের জলিল নগরে সেবা প্রদান, অভিযোগ গ্রহণ এবং উন্নয়ন মূলক কাজের অগ্রগতি পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিনের মতো দুঃস্থ পরিবারের মাঝে খাবার বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ডাস্টবিন বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় পৌর মেয়র পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত,
রাউজান পৌরসভার নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা, চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি, মনছুরুল আলম, নবীদুল আলম, চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইউনুচ মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদুল আলম, আবু আলেব, রাউজান পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, মোহাম্মদ রাকিব, রাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, শ্রমিক নেতা কানু নাথ, সাবের হোসেন, মোহাম্মদ আসিফ,ইকবাল হোসেন, মোহাম্মদ নাছির উদ্দিন, আব্দুল্লাহ আল নোমান, নুর আকাইদ সাজ্জাদ, আরফানুল ইসলাম আবির সহ পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সকাল থেকে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান, সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী পরিবহন শ্রমিকদের মধ্যে চাউল ও আর্থিক সহায়তা প্রদান, তিনজন পরিবহন শ্রমিককে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ। পৌরসভার বাসিন্দাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে রাউজান পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে মাঠ পর্যায়ে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।