মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ
কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক; শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা, এই প্রতিপাদ্য কে সামনে রেখৈ বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে রাউজান উপজেলা প্রশাসন। ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশ গড়ার প্রত্যয়ে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। একজন শিক্ষক সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অগ্রনী ভূমিকা পালন করেন। তাই প্রকৃত শিক্ষকদের যথাযথ সম্মান করা আমাদের সকলের দায়িত্ব। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে ও শিক্ষক সমিতি রাউজান উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক জানে আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমদ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতি উত্তরের সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক জাকের হোসেন, দক্ষিণের সভাপতি অমল চন্দ্র দাশ, অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকী, অর্থ সম্পাদক ফিরোজ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রেজভী, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হোসাইন হায়দরী, সমাজকল্যাণ সম্পাদক হাবিবুল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক রাজু বিশ্বাস সহ শিক্ষক সমিতির অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, রাউজান উপজেলার আওতাধীন বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ৬০ জন অবসর প্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও শাল উপহার প্রদান করা হয়।