মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রামঃ
"স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ ও সংরক্ষণ করি
স্মার্ট বাংলাদেশ গড়ি" এই স্লোগান কে সামনে রেখে রাউজান উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাংগীর আলম। তিনি বলেন, স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মাট অর্থনীতি ও স্মার্ট সরকার এই চারটি উপাদানের সমন্বয়ের গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আল নাসীফ। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ হুমায়ূন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা, সাবেক কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা।
এতে ১ম স্মার্ট কার্ড গ্রহণ করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, পরপর উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী, তরুণ সমাজসেবক ফারাজ করিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহেদুল আলম এবং ১৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও মুক্তিযোদ্ধাবৃন্দ। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পযর্ন্ত পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য যে, ২০২৩ এর পহেলা জানুয়ারি যাদের বয়স আঠারো হয়েছে তবে এখানো ভোটার হতে পারেননি, তারা আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন কতৃপক্ষ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।