মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধিঃ
বিজ্ঞান মনস্ক প্রকৌশল-প্রযুক্তি জ্ঞান ও নৈতিক গুনাবলী সম্পন্ন দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষে গাউছুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট এবং রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজি র প্রায় ১'শ শিক্ষার্থীর একটি টিম নিয়ে ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ভ্রমণ করেছে। এই উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গাংচিল মিলনায়তনে আয়োজিত "স্মার্টফোনে আসক্তি: জ্ঞানচর্চা ও নৈতিক জীবন চাই" শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী। আলোচক ছিলেন গাউছুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন, পরিচালক একেএম লুৎফুর রহমান সিদ্দিক, কিউরেটর মাসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজির সচিব মালেকা বেগম, সিনিয়র সদস্য শওকত গনি চৌধুরী, সদস্য সাংবাদিক মোহাম্মদ রবিউল হোসেন রবি জিএএমপিআই এর শিক্ষক মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মহিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী তরুণ প্রজন্মকে জ্ঞান বিজ্ঞান চর্চায় উজ্জীবিত এবং নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে পৃথিবীকে মানুষের জন্য কল্যাণময়, শান্তিময় ও বৈচিত্র্যময়, করার আহবান জানিয়েছেন। আগত উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ের এ তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘর বিনামুল্যে পরিদর্শনের সুযোগ দেয়া হয়।তিনি নিয়মিত জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন “শুধু বই পড়ে, বইয়ের বোঝা নিয়ে কিংবা মুখস্থ করে বিজ্ঞান চর্চায় কোন সফলতা নেই, এতে কেবল সার্টিফিকেটই অর্জন হবে এবং কাঙ্খিত চাকুরি মিলবে, কিন্তু এ পৃথিবীতে পরিবেশ দূষণের অভিশাপ, প্রাকৃতিক সম্পদ ধ্বংসের উৎসব বা অন্যায় অনাচার রোধ করা সম্ভব হবেনা। শুধু প্রযুক্তির শক্তিতে আজ মালয়েশিয়া ও সিঙ্গাপুর বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। ডিগ্রি নিয়ে বা সার্টিফিকেট নিয়ে চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী বা বিসিএস অফিসার হলেই কেবল জীবন সার্থক হবে না। তার সঙ্গে থাকতে হবে কঠোর সততা ও নৈতিকতা। এ ক্ষণস্থায়ী জীবনকে মানব কল্যাণে বিজ্ঞানের উদ্ভাবনের মাধ্যমে কাজে লাগিয়ে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারাটাই মানব জীবনের সার্থকতা। তরুণ এসব শিক্ষার্থীদের জাদুঘর ভ্রমণের পর বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।