মোহাম্মদঃ আতিকুল্লাহ চৌধুরী,রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ, উপহারসামগ্রী প্রদান ও দোয়া মাহফিল করা হয়েছে।পৌরসভার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। সংগঠক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন মাওলানা বোরহান কাদেরী, মাওলানা এম এ মতিন, মাওলানা ইফতেখার ইমাম কাদেরী, মাওলানা জানে আলম, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ ছাবের হোসেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাদ খান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ, ছাত্রনেতা মোহাম্মদ নাছির উদ্দিন, আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।