বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রাউজান সাংসদের জন্মবার্ষিকী উপলক্ষে ৬৯জন রোগীকে চোখের ছানি অপারেশন কার্যক্রম শুরু

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রামঃ
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

 

মোহাম্মদ  আতিকুল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৬৯তম জন্মবার্ষিকী আগামী ৬ নভেম্বর উদযাপন করা হবে। এই জন্মবার্ষিকী উপলক্ষে উনারই জৈষ্ঠ্য সন্তান দেশের তরুণ প্রজন্মের অন‍্যতম মানবিক প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর নিজ অর্থায়নে রাউজান উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ৬৯ জন রোগী চোখের ছানি অপারেশন কার্যক্রম উদ্বোধন হয়েছে। প্রথম পর্যায়ে ২২জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন‍্য হাসপাতালে পাঠানো হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ‍্যে ধাপে ধাপে বাকি রোগীদের চোখের ছানি অপারেশন কার্যক্রম সমাপ্তি হবে। ২১ অক্টোবর শনিবার সন্ধ্যায় সেন্টায় বয়েজ অব রাউজানের ব‍্যবস্থাপনায় উপজেলার মুন্সিরঘাটাস্থ মাষ্টার দা সূর্যসেন কমপ্লেক্সের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ‍্য জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম ও এই মানবিক কার্যক্রমের আহবায়ক নোমান বিন আজিজি। সকল রোগীদের অপারেশন, যাতায়াত, থাকা-খাওয়া, ঔষধসহ যাবতীয় সকল খরচ বহন করবেন তরুণ এই রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

এই চোখের অপারেশন কার্যক্রম পরিচালনা করছেন উত্তর চট্টলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী, মানবিক, মেধা ও মননের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান। এই মানবিক কার্যক্রমে সহায়তা করছেন রয়েল চক্ষু কমিউনিটি হাসপাতালের পরিচালক মানবিক ডাক্তার লায়ন নারায়ন চন্দ্র নাথ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকীব, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান সাকিব, কার্যকমের সদস্য সচিব অনিক ভট্টাচার্য, মিজানুর রহমান, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ ফয়সাল, প্রিয়টন দে প্রমুখ। জন্মদিনে কেক কাটা, পার্টি করাসহ বিভিন্ন অপ-সাংস্কৃতি বাদ দিয়ে জন্মদিনের ব‍্যয়কৃত অর্থ মানবিক কাজে ব‍্যবহার করার আহবান জানিয়েছেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।