এস এ আখঞ্জী, তাহিরপুরঃ-
সুনামগঞ্জের ভাটি অঞ্চলের খ্যাতিমান, বাউল জগতের উজ্জ্বল নক্ষত্র' যিনি সাধন আর কঠিন অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে' রুপান্তরিত করতে সক্ষম হয়েছিলে। গরু রাখাল থেকে বাউল জগতের গানের গুরু' এ সিংহাসনের মুকুট পরিহিত করে, হাজার হাজার শিষ্যকে দীক্ষা দিয়েছেন। সেই বাউল গুরু গোলাম মস্তফা আর নেই(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার ( ১২ই নম্ভেবর) ভোর রাতে নিজ বাড়ি" তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের গাজীপুর গ্রামের সিরাজ উদ্দিন ছেলে। তার পৈত্রিক বসত বিটায়, ভবলীলা সাঙ্গ করে চলেন বাউল গুরু ।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৩বছর। রেখেগেছে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ হাজার হাজার ভক্ত, শিষ্য।
কর্মময় জীবনে,কৃষি কাজ, বায়না জোরা গান গাইতেন, লিখেছেন ৫শতাধিক গান। যে গানের মাধ্যমে আমিত্বে থাকার কথা উল্লেখ করেছেন তিনি। তিনি তাঁর গানে উল্লেখ করেছেন, কি সাপে দংশিল আমায়, বিষে জীবন গেল।
আমিত্বে উর্ধে থাকা, বড় যন্ত্রণার। তার গানের ভাষায় উল্লেখ করেছেন তিনি।
তার উল্লেখযোগ্য গান গুলো হলো,দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কেমনে, কি সাপে দংশিল আমায়, আর কি আসিবে শাম, ইত্যাদি।
খ্যাতিমান বাউল গুরু গোলাম মস্তফা'র শিক্ষা গুরু সুদন মিয়া পরবর্তীতে কপিল উদ্দিন এর কাছে বাউল গানের দীক্ষা গ্রহণ করেন তিনি। প্রায় চল্লিশ বছর বাউল জগতের গানের জড়িত ছিল। শুরু করেছিলেন ৮/৯ বছর বয়স থেকে শেষ অবধি।
বাউল গুরুর মৃত্যু তে তাহিরপুর উপজেলাসহ বিভিন্ন স্থানে থাকা ভক্ত, শিষ্য ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন,তার প্রধান শিষ্য বাউল সূর্য লাল তিনি বলেন আমার গুরুজীর জানাজার নামাজ আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে নিজ বাড়িতে।
নামাজ শেষে পৈত্রিক বিটায় সমাধি করা হবে। তিনি আরও বলেন, গুরুজী উনার লেখনী সৃষ্টিতে লিখেছেন, কি সাপে দংশিল আমায়, বিষে জনম যায়। আর তার যন্ত্রনার অবসান ঘটিয়ে আজ, ভক্ত বৃন্দকে যন্ত্রণার অনলে ভাসিয়ে, চির নিদ্রায় শান্তির ঘুমে ঘুমাইলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।