নিরঞ্জন চক্রবর্তী,মণিরামপুরঃ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের তরিকুল ইসলাম সানার ছেলে নাঈম হোসেন (২০) ১৩ই জুলাই দুপুর ১ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নেংগুড়াহাট বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালুয়াহাটি গ্রামের দফাদার পাড়া সংলগ্ন স্থানে কুকুরের সাথে সজারো মটরসাইকেল মেরে দেয়। এ সময় নাঈম হোসেন মারাত্বক ভাবে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়। রুগীর অবস্থা অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকায় নেওয়ার পথিমধ্যে মারা যান নাঈম। দুঃখজনক হলেও সত্য যে, সম্প্রতি কিছুদিন পূর্বে নাঈম হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ১২ই জুলাই শ্বশুরবাড়ি থেকে নতুন মোটরসাইকেলটি দেয় জামাই নাঈমকে। ওই মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন নাঈম বলে স্থানীয়রা অনেকে জানিয়েছেন। এদিকে ১৪ জুলাই সকালে নেংগুড়াহাট মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য্য সম্পাদন করা হবে বলে উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম। এদিকে ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক আবুল হাসান, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম মিলন, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, ছাত্রলীগ নেতা আবু তৈয়ব টুটুল প্রমুখ।