উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সাগর টেইলার্স ও ঝিলিক গার্মেন্টসের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বাদ জুম্মা রাজগঞ্জ কলেজ মোড়, মনোহরপুর গাইনপাড়াস্ত নিজবাড়ির আঙ্গিনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে এ গার্মেন্টসের শুভ উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে রাজগঞ্জ এলাকার সর্বস্তরের মানুষ, রাজগঞ্জের আশপাশের সকল মসজিদ মাদ্রাসার মুসল্লিরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাগর টেইলার্স ও ঝিলিক গার্মেন্টর্সের পরিচালক ওবায়দুর রহমান সাগর। এসময় এ প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর ফারজানা আক্তার (বিউটি) বলেন- আমাদের গার্মেন্টর্সে সুদক্ষকারীগর দ্বারা মানসম্মমত সকল প্রকারের পোষাক তৈরি করা হয়, অনলাইনে স্যাম্পল দেখে সকল প্রকার পোষাকের অর্ডার নেওয়া হয় এবং গার্মেন্টর্স ও দর্জি প্রশিক্ষণ দেয়া হয়।