উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বিএনপি অফিসে ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল ও যুবদল নেতা আতিক হাসান উপস্থিত হয়ে নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন এবং ঝাঁপা বাঁওড়ের ওপার ভাসমান সেতু পরিদর্শনে বিএনপি’র নেতা মফিজুর রহমানের সাথে আসেন তিনি। এ সময় মণিরামপুর উপজেলা বিএনপির সদস্য ও ঝাঁপা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মফিজুর রহমান (মফিজ), ঝাঁপা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সাবেক মেম্বর বিএনপি নেতা ফজলুর রহমান, বিএনপি নেতা মশিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।