উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)
যশোরের মণিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার আবারও এডহক কমিটির সভাপতি হয়েছেন চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সুযোগ্য সভাপতি এম এম ইমরান খান পান্না। এ কমিটির আরো সদস্যগণ হলেন- সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অভিভাবক সদস্য মোঃ মুক্তার হোসেন, সাধারণ শিক্ষক সদস্য মো. আশরাফুল ইসলাম। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মণিরামপুরের উন্নয়নের কারিগর স্বপন ভট্টাচার্য্য অত্র প্রতিষ্ঠানে আমাকে এডহক কমিটির সভাপতি হওয়ার জন্য মনোনয়ন দেন। এরপর সকল কার্যক্রম শেষে ০৩/১০/২০২৩ ইং তারিখে ঢাকা মাদ্রাসার শিক্ষা বোর্ড আমাকে এডহক কমিটির সভাপতি চুড়ান্ত হিসেবে মনোনীত হওয়ার চিঠি প্রদান করেন।
অত্র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসাবে আমাকে মনোনীত করায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সাথে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে বলছি, তিনি আমাকে ভালো বেসে যে দায়িত্ব অর্পন করেছেন তা সততা ও নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। এদিকে রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলীম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ইমরান খান পান্নাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।