উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবির আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প-২য় পর্যায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন ও উপকরণসহ উৎসাহ বোনাস এর চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপপরিচালক বিআরডিবি বিএম কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম। এ সময় অতিথি হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, রাজগঞ্জ শহীদ স্মৃতি বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম সহ বিদ্যাপীঠে সকল শিক্ষক বিন্দু উপস্থিত ছিলেন।