রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ

রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে বোমা হামলা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ বার পঠিত

রাজশাহী ব্যুরো 

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনি ক্যাম্পে বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর দুর্গাপুর পৌর এলাকার সিংগাবাজারে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতীকের নির্বাচনি ক্যাম্পে বোমা হামলা করা হয়।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনি ক্যাম্পে বোমা হামলার প্রতিবাদে কিছুক্ষণ পর দুর্গাপুর পৌর এলাকায় প্রতিবাদ বিক্ষোভ করে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। তবে পুলিশ জানিয়েছে, এ বোমা হামলায় কেউ হতাহত হয়নি।

ওবায়দুর রহমান বলেন, সিংগাবাজারে তার ঈগল প্রতীকের নির্বাচনি ক্যাম্পে কয়েকজন নেতাকর্মী বসেছিলেন। তারা সন্ধ্যার পর চা পান করতে পার্শ্ববর্তী দোকানে যায়। এ সুযোগে তিনটি মোটরসাইকেলে ছয় যুবক সামনে থেকে ঈগল প্রতীকের ক্যাম্পে তিনটি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় ঈগলের অফিসটিতে আগুন লেগে যায়। এলাকার মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান অভিযোগে বলেন, নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নেতাকর্মীরাই আমার নির্বাচনি অফিসে বোমা হামলা করেছে।

দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের ভয়ভীতি দেখাতে একটি পক্ষ আমাদের নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।

এদিকে দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, ঈগলের নির্বাচনি কার্যালয়ে একটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।