মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন ছিনাই ইউনিয়নের আমিনবাজারে বাণিজ্যিক ভাবে সাইলেজ উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম মন্ডল সাবু, ইউএলও ডাঃ মাহফুজার রহমান ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মাধব সরকার। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান দেশের চারণভূমির পরিমাণ দিন দিন ক্রমেই কমছে। দানাদার খাদ্যের দামও ক্রমাগত বাড়ছে।
এমন অবস্থায় খামারিদের প্রাণিখাদ্য বিশেষ করে ঘাস খাওয়ানোর জন্য ঘাস সংরক্ষণ করার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ঘাসের অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সাইলেজ।সাইলেজ আধুনিক খামারিদের কাছে খুবই পরিচিত পদ্ধতি। সাইলেজ মূলত সবুজ ঘাস সংরক্ষণ করার একটি পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সবুজ ঘাসের পুষ্টি উপাদান সঠিক রেখে বায়ুশূন্য অবস্থায় সবুজ ঘাসকে ভবিষ্যতের জন্য প্রক্রিয়াজাত করে রাখার প্রক্রিয়াকে সাইলেজ বলা হয়। সাইলেজ ও হে প্রযুক্তি গ্রহনে আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের “প্রানিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাসচাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প” খামারিদের সর্বদা সাহায্য সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে আরও অগ্ৰণী ভূমিকা রাখতে সহায়ক হবে বলে জানান।