মোঃ আশিকুর সরকার (রাব্বি)
-রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা আওতাধীন রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় ও বিভিন্ন চায়ের দোকানে আসছে উপজেলা পরিষদ নির্বাচনের গুঞ্জন সোনা জাচ্ছে জনো সাধারণের মুখে মুখে। কেউ বা বলছে জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি আবারো চেয়ারম্যান হলে উক্ত রাজারহাট উপজেলার ব্যাপক উন্নয়ন হবে আবার অধিকাংশো মানুষেরা বলছে জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি চেয়ারম্যান হওয়ার পর থেকে রাজারহাটে কোনো ধরনের ভ্যাট বা চাঁদা সব বন্ধো হয়েছে,,এই বিষয়টি সম্পর্কে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের অটো রিকশা চালক মোঃ মজিত মিয়া জানান আমি দীর্ঘদিন থেকে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করি তবে আমি নিজেই দেখেছি জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি চেয়ারম্যান হওয়ার পর থেকেই উক্ত রাজারহাট উপজেলায় কোনো প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস একেবারে নির্মূল হয়েছে, এবং বর্তমান অটো রিকশা (মিসুক) চালাতে রাজারহাটে কোনো প্রকার চাঁদা দেয়া লাগে না। অতএব এই জনদরদী চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি ভাইকে আমরা আবারো ভোট দিয়ে তাকে পুনরায় চেয়ারম্যান বানিয়ে রাজারহাট কে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মুক্তো একটি রাজারহাট আমরা আবারো চাই। এই বিষয়ে উক্তো উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পির কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন আমি সবসময় চেষ্টা করি রাজারহাট উপজেলা বাসির শুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে এবং রাজারহাটে উপজেলার উন্নয়ন করতে, তবে এখন রাজারহাট বাসি জদি চায় তাহলে আমি আবারও তাদের সেবক হিসেবে তাদের কাছেই আসবো। এটা সম্পূর্ণ জনগণের মতামত।
প্রতিবেদনে: মোঃ আশিকুর সরকার (রাব্বি)-রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
মোবাইল:০১৭৭২৬৯০৭১৯
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।