মোঃ আশিকুর সরকার (রাব্বি)
-কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার আওতাধীন রাজারহাট উপজেলা এই উপজেলায় ইতিমধ্যেই প্রতিটি দোকানে চায়ের কাপে নির্বাচনি প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং জনগণের মধ্যে নানারকম মতামত শুনা জাচ্ছে। উক্ত উপজেলার সাধারণ জনগণ বলছে আমরা আবারো উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পিকে দেখতে চাই। এবং এ বিষয়ে উক্ত উপজেলার সিনাই ইউনিয়নের এক অটো রিকশা চালক মোঃ আব্দুল হাই বলেন, উন্নয়নের কথা আর কি বলবো আমাদের এই জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি চেয়ারম্যান হওয়াতে এই পাঁচ বছর রাজারহাটে আমার অটো রিকশা বা মিশুর কোনো ধরনের ভ্যাট বা কোনো ধরনের চাদা দেই নাই। অতএব আমি বাবা সাধারণ খেটে খাওয়া মানুষ আমি মন থেকে আবারো চেয়ারম্যান হিসেবে জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পিকেই দেখতে চাই। এরকম হাজারো জনের কাছে এই রকম তথ্য পাওয়া গেছে এবং এই বিষয়ে আরো জানায় উক্ত উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের এক খেটে খাওয়া মানুষ মোঃ কাদের মিয়া জানান আমি আমার মেয়ের বিয়েতে তাঁর কাছে সাহায্য চাওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু আমি আমার পরিচয় দেই এবং ওনাকে সব বলি জে আমি নদী ভাঙ্গা মানুষ এবং তিনি নদী ভাঙ্গার কথা শুনে সাথে সাথে আমাকে সাহায্যর হাত বাড়িয়ে দেয় অতএব এই রকম জনো দরোদি মানুষকে আমি আমার জায়গা থেকে আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এবং এই বিষয়ে আরো জানাজায় যে এই জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি গোপনে গোপনে অনেক নদী ভাঙ্গার, অসহায় ও গরিব দুঃখীদের মতো মানুষকে এইরকম হাজারো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।