আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
রাত পোহালেই সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল ২৯শে মে অনুষ্ঠিত হবে।
২৭ মে পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন।
সাতক্ষীরার সদর উপজেলা পরিষদের নির্বাচন চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারময়ান প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শওকত হোসেন (মটর সাইকেল) প্রতীক।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোরশেদ (চিংড়ি মাছ), প্রভাষক সুশান্ত কুমার (আনারস), এ্যাডঃ তামিম আহমেদ সোহাগ (ঘোড়া) প্রতীক।
এছাড়া জাতীয় পার্টি থেকে দলীয় সমর্থীত একমাত্র প্রার্থী মশিউর রহমান বাবু (লাঙ্গল) প্রতীক নিয়ে
প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আওয়ামী লীগের চারজন প্রার্থীরা অভিন্ন সুরে সাবাই দলীয় কর্মীদের ভোট ও সাধারণ জনগণের ভোটের মাধ্যমে বিজয় অর্জনের ব্যাপারে শতভাগ আশাবাদী। আওয়ামী লীগের দলীয় ভোট চার ভাগে বিভক্ত হওয়ায় নিজের দলের একক ভোট এবং সাধারন জনগনের ভোটে জয়ের ব্যাপারে ব্যাপক আশাব্যাক্ত করছেন জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান বাবু।
তিনি বলেন, সাতক্ষীরা সদরের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তীত মনুষটি হবে পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের লাঙ্গলের প্রার্থী। তাই জনগন ভোট দিয়ে আমাকে সাতক্ষীরার অনুন্নত এলাকার কাজ করার সুযোগ করে দিবেন, এই আশাব্যক্ত করি।
এদিকে সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান'র দুটি পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও শামস ইশতিয়াক শোভন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।