রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল উপজেলার ১ নং গৌরম্ভা ইউনিয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে শনিবার বিকাল ৪.০০ টায় রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম আশরাফুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব সরদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গাজী গিয়াস উদ্দিন, খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, বর্নি ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারফদার মান্নান হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি ও পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তৃতা কালে রামপাল থানার নবাগত ওসি এস. এম আশরাফুল আলম বলেন যে, মাদক বর্তমানে একটি সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকসেবী ও বিক্রেতা কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ জনগণের সেবক। কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউনিয়নের সকল অপরাধ মূলক কর্মকান্ডের সঠিক তথ্য দিয়ে রামপাল থানা পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান।