রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের বড়কাঠালী বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধায় বড় কাঠালী বাজার কমিটির আয়োজনে বাজার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী নেতা সিরাজুল আজম দ্বারা, হাওলাদার জাহাঙ্গীর আলম, পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক একরামুল কবির কচি।
মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সাইবার ক্রাইম সম্পর্কে সকলে অবহিত করেন এবং সবাই ক্রাইম থেকে দূরে থাকার আহবান জানান। যে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করবে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জনগণের সেবক, পুলিশকে বন্ধু মনে করুন। আপনাদের যে কোন সমস্যায় সরাসরি থানায় আসুন। জনগণকে সেবা দিতে রামপাল থানা পুলিশ বদ্ধপরিকর।
মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিংসহ যে কোন অপরাধ মূলক কর্মকান্ডের সঠিক তথ্য দিয়ে রামপাল থানা পুলিশকে সহায়তা করার জন্য উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান।
এসময় বড় কাঠালী বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।