রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালের ৬নং হুড়কা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার বিকাল ৪.০০ টায়
হুড়কা ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার’র সভাপতিত্বে ও এসআই শ্রীবাস কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আশরাফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য পঙ্কজ চন্দ্র হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, বীর মুক্তিযোদ্ধা দিজেন্দ্রলাল মন্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পবিত্র পাড়ে প্রমুখ। সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি ও পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল থানার (ওসি) এস.এম আশরাফুল আলম বলেন যে, পুলিশ জনগনের সেবক। দেশের যেকোন দূর্যোগে বাংলাদেশ পুলিশ বাহিনী জনগনের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। যুব সমাজকে মাদক সেবন ও জুয়া থেকে রক্ষা করতে হবে। দেশের ভাবমূর্তি ঠিক রাখতে পুলিশ সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। ইউনিয়নের কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ক্রিকেট জুয়া, চুরি-ছিনতাই ও বাল্য বিবাহ রোধ করতে সঠিক তথ্য দিয়ে রামপাল থানা পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান। তিনি আরো বলেন যে, যেকোন ধরনের আইনি সহায়তা পেতে কোন দালালের সহযোগিতা না নিয়ে সরাসরি সরসরি ওসি’র সাথে যোগাযোগ করবেন। থানার সর্ব সাধারণের জন্য ওসি’র দরজা সব সময় খোলা থাকবে। আপনাদের সহযোগীতায় ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।