রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ মঞ্জু শেখ (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃত মাদক কারবারি মঞ্জু শেখ উপজেলার উজলকুড় ইউনিয়নের মানিকনগর গ্রামের মোঃ আরিফ শেখের ছেলে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় উপজেলার মানিকনগর গ্রামে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষা করছে একটা যুবক।
এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর শেখ মোঃ আজগর আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এসময় মঞ্জুর কাছে থাকা ২০( বিশ ) পিস হালকা কমলা রঙের ইয়াবাসহ পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে উজলকুড় ইউনিয়ন থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ শনিবার (২৮ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।