রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এস, এস, সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের যৌথ আয়োজনে ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় বিদ্যালের জোহা ভবনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোল্লা আঃ রউফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ বেলাল উদ্দিন, ইউপি সদস্য খান তুহিন আলী, তরফদার দিদারসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতি বছরই উল্লেখ্য যোগ্য সংখ্যক ছাত্র ছাত্রী জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে।
মল্লিক মোঃ জামান
রামপাল, বাগেরহাট।
মোবাঃ ০১৯৯৬-৬৬৫৯৭২