রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে মেসার্স এস.এম. জামান ব্রাদার্স’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।
১৯ এপ্রিল বুধবার সকাল ১০.০০ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার(এম.পি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্প আয়ের থেকে মানুষের হাতে এ ঈদ উপহার তুলে।
ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন।
এ সময় এস.এম. জামান ব্রাদার্স’র স্বত্বাধিকারী শেখ মোঃ সাইফুজ্জান ২ হাজার ২ শত মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি প্রদান করেন এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ১ লক্ষ ৫৬ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন। ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।