বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ডভিশন দূর্যোগ পূর্ব প্রস্তুতি প্রকল্প(সাইক্লোন)বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় রামপাল কলেজ মাঠে রামপাল ফায়ার সার্ভিস এর ফায়ার স্টেশনের কর্মীরা এ মহড়াতে সাধারন মানুষকে সচেতনমূলক দিক নির্দেশনা প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহি অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসেনেরা মিলি, পিআইও মতিউর রহমান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রজেক্ট অফিসার মিলিতা সরকার,ফিলিপ আরিন্দা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।