রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার(২৯ মে) বিকেলে ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থা’র উদ্যোগে উপজেলার বাঁশতলী ইউনিয়নের মিত্রাবাদ গ্রামে ৪০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সংস্থাটির পরিচালক মোঃ সোহানুর রহমান।
এ সময় ৪০ টি পরিবারের মাঝে চাল, তেল ডাল ও আলু বিতরণ করা হয়।
সংস্থাটির পরিচালক মোঃ সোহানুর রহমান বলেন, রামপাল উপজেলার দাউদখালী নদীর চর এলাকায় অবস্থিত মিত্রাবাদ গ্রামে দাউদখালি নদীর ভাঙ্গনের কারনে নেই কোন বেড়িবাঁধ । ফলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সামান্য জোয়ারের পানি বৃদ্ধি পেলেই তলিয়ে যায় গ্রামটি। ফলে গ্রামের মানুষের প্রধান আয়ের উৎস চিংড়ি মাছের ঘের এবং পোল্টি মুরগির চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জলবদ্ধতার কারণে এলাকার মানুষদের না খেয়ে থাকতে হয়। একটি মসজিদ নদীগর্ভে বিলীন প্রায়। এখানে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।