মল্লিক মোঃ জামান, রামপাল(বাগেরহাট)
বাগেরহাটে রামপালে জাতীয় মৎস্য সপ্তাহে উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকাল ৯ টায় বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তির মাধ্যমে মৎস্য সপ্তাহে উদ্ধোধন ঘোষনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে পোনা অবমুক্তি ও র্যালি শেষে এক আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা মৎস্য কর্মকর্তা অসিম কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলার ১০ ইউনিয়নে মৎস্য চাষি ও ডিপোমালিকগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ খামারিদের মাঝে সাফল্য স্মারক প্রধান করা হয়। ২০২৪ সালে রামপাল উপজেলায় বাগদা চিংড়ি উৎপাদনে খামারি মোঃ রেদোয়ান মারুফসহ আরো দুইজনকে সাফল্য স্মারক প্রধান করা হয়।