রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে জাতীয় শিশু পুরস্কার-২০২২-২৩ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জুলাই রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেখ ইদ্রিস আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, মোঃ আসাদুজ্জামান, জি এম ওসমান গনি, সরোজ কুমার রায়, সঞ্জয় ছানা, রামপাল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার, প্রধান শিক্ষক হাওলাদার আব্দুল মান্নান, হায়দার আলী, মোঃ জাকির হোসেন, তমাল অধিকারী, শেখ শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক নাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল খালেকসহ শিশু পুরস্কার প্রতিযোগিতা প্রস্তুতি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, সরকারি নির্দেশনার আলোকে আগামী ১১ ও ১২ জুলাই ২০২২-২৩ সালের শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহবান জানানো হয়। দুপুর ১২ টায় এ প্রস্তুতি সভা শেষ হয়।