বাগেরহাট প্রতিনিধিঃ
সরকার নারী উন্নয়নে বহুমাত্রিক ব্যবস্থা ও কার্যক্রম গ্রহণ করেছেন। নারীদের আমরা যদি পেছনে ফেলে রাখি তাহলে আমরা কখনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারব না। কাজেই আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, মনোজাগতিকসহ যেকোনো ধরনের উন্নয়ন করতে নারী-পুরুষ সমন্বয়ে কাজ করতে হবে। নারীদেরকে সম্মান দেখিয়ে, নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও বৈষম্য বিলোপ করে যাতে আমরা নারী-পুরুষ একসঙ্গে সমাজকে এগিয়ে নিতে পারি সেজন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।
বাগেরহাটের রামপালে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হুড়কা ইউনিয়নের ঝমঝমিয়া দিঘিতে ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদারের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ সভায় অন্যন্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, পার্থ প্রতিম ঠাকুর, সাংবাদিক সুজন মজুমদার, ইউপি সদস্য অনিন্দ মন্ডল, অপরাজিতা গায়ত্রী বিশ্বাস, গোপেশ্বরী বাছাড়, মৌসুমী মন্ডল, যুথিকা রায়, সঞ্চিতা বিশ্বাস, অনামিকা হালদার, স্বাগতা বাছাড়, বুলবুল সুলতানা, ঝর্ণা মন্ডল প্রমূখ।#